Header Ads

Header ADS

প্রধানমন্ত্রী শেখ হাসিনা |মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না, জীবন চালিয়ে নিতে হবে?

মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না, জীবন চালিয়ে নিতে হবে
15/06/2020

মানুষের কল্যাণে নিজের লক্ষ্য বাস্তবায়নে কোনো ভয় নয়। কারণ যেখানেই থাকি, যেকোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যু একদিন অবশ্যই হবে। তাই বলে মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না। ভয় পাই না।

তিনি বলেন, করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। জীবনকে চালিয়ে নিতে হবে। জীবন ও মৃত্যু খুব কাছাকাছি। আমরা গতকালই আমাদের দুইজন নেতাকে হারিয়েছি। একের পর এ ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। এটা অত্যন্ত কষ্টের


১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সেস (এসএসএফ) এর ৩৪তম পতিষ্ঠাবার্ষিকীতে গণবভনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এসব কথা বলেন।ভাইরাস সব অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ দেশের সকল অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। দেশের বিভিন্ন খাতের অগ্রগতির দৃষ্টান্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২০ সাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু করোনাভাইরাসের কারণে আমরা আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারছি না।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.